সাতক্ষীরা: যানবাহনে অগ্নিসংযোগ ও নাশকতাকারীদের ধরিয়ে দিলে পুরস্কারের ঘোষণা দিয়েছেন সাতক্ষীরায় পুলিশ সুপার (এসপি) চৌধুরি মঞ্জুরুল কবীর।
বুধবার (২১ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে সাতক্ষীরা কেন্দ্রীয় বাস টার্মিনালে মালিকদের প্রতি আন্তঃজেলা ও অভ্যন্তরীণ সব রুটে নির্ভয়ে গাড়ি চালানোর আহ্বান জানিয়ে তিনি এ পুরস্কারের ঘোষণা দেন।
পুলিশ সুপার বাস মালিকদের উদ্দেশে বলেন, যানবাহনে অগ্নিসংযোগকারীরা দেশের ও মানবতার শত্রু। নাশকতাকারীদের আটক করতে পুলিশকে সহায়তা করুন।
এসময় আরও উপস্থিত ছিলেন, সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি আবু আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার মীর মোদদাছছের হোসেন প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৬৩১ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫