ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

বিশ্বশান্তি রক্ষা এখন অনেক বেশি চ্যালেঞ্জিং

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০০ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫
বিশ্বশান্তি রক্ষা এখন অনেক বেশি চ্যালেঞ্জিং পিস অপারেশনসে জাতিসংঘের উচ্চ পর্যায়ের এশিয়া অঞ্চলের স্বতন্ত্র প্যানেল পরামর্শক সেশনের সমাপনী অনুষ্ঠানে অতিথিবৃন্দ

ঢাকা: সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) লে. জেনারেল মাইনুল ইসলাম বলেছেন, বিশ্বশান্তি রক্ষা এখন অনেক বেশি চ্যালেঞ্জিং। এরপরও দক্ষতার সঙ্গে বাংলাদেশের সেনারা কঠিন কাজটি করছেন।



বুধবার (২১ জানুয়ারি) কুর্মিটোলা গলফ ক্লাবে পিস অপারেশনসে জাতিসংঘের উচ্চ পর্যায়ের এশিয়া অঞ্চলের স্বতন্ত্র প্যানেল পরামর্শক সেশনের সমাপনীতে তিনি এ কথা বলেন।

এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পররাষ্ট্র সচিব শহীদুল হক, পুলিশের আইজি এ কে এম শহীদুল হক, বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিংয়ের (বিপসট) কমান্ড্যান্ট মেজর জেনারেল মাকসুদুর রহমান ও রিমা সালাম।  

General_Mainul_Islam_1জেনারেল মাইনুল ইসলাম বলেন, সাবেক কলোনি হওয়ার কারণে শান্তিরক্ষা মিশনের ওই দেশগুলোতে রাজনৈতিক প্রভাব রয়েছে। এরপরও জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে এসব জায়গায় চমৎকার কাজ হচ্ছে।  

পররাষ্ট্র সচিব শহীদুল হক বলেন, উন্নয়ন, শান্তি ও মানবাধিকার এ তিনটি বিষয় মাথায় রেখেই কাজ করছে জাতিসংঘ। জাতিসংঘের উচ্চ পর্যায়ের এ ধরনের কর্মসূচি ছিল বলেই বুদ্ধিবৃত্তিক জায়গায় বাংলাদেশও অবদান রাখতে পেরেছে।

পুলিশের আইজি এ কে এম শহীদুল হক বলেন, বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ পুলিশ আন্তরিকতা ও দক্ষতার সঙ্গে কাজ করছে।   বিশেষ করে জাতিসংঘ শান্তি মিশনে নারী পুলিশ প্রেরণে বাংলাদেশ প্রথম স্থানে রয়েছে। নারী পুলিশের চাহিদা দিনে দিনে বাড়ছে বলেও জানান তিনি।   

বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং’র (বিপসট) কমান্ড্যান্ট মেজর জেনারেল মাকসুদুর রহমান বলেন, শান্তি-শৃঙ্খলায় সেনাবাহিনীর পাশাপাশি পুলিশেরও ভূমিকা রয়েছে। শান্তিরক্ষী তৈরিতে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। দেশে ও দেশের বাইরে বিপসট এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।    

দু’দিনব্যাপী এ সেমিনারে বাংলাদেশ ছাড়াও অস্ট্রেলিয়া, চীন, ফিজি, ইন্দোনেশিয়া, জাপান, মালয়েশিয়া, মিয়ানমার, নেপাল, নিউজিল্যান্ড, পাকিস্তান, ফিলিপাইন, কোরিয়া, শ্রীলংকা, থাইল্যান্ড ও ভিয়েতনাম অংশ নিয়েছে।  
 
বাংলাদেশ সময়: ১৭০১ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।