মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদী থেকে দুই ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২১ জানুয়ারি) দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতার হওয়া ডাকাত সদস্যরা হলেন- খোরশেদ আলম (৩৫) ও শফিকুল ইসলাম (২৬)।
গজারিয়া থানার উপ পরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, প্রজেক্ট বিল্ডার্স কোম্পানি নামে একটি প্রতিষ্ঠানের ১০ টন রড ও ৩০০ বস্তা সিমেন্ট বোঝাই একটি কার্গো জাহাজ মেঘনা নদী দিয়ে বরিশাল যাচ্ছিলো।
মঙ্গলবার রাত ১টার দিকে একটি ট্রলারে করে ৮ জনের একটি ডাকাতদল রড ও সিমেন্ট বাহী ওই জাহাজ লুট করার চেষ্টা চালায়।
এ সময় জাহাজের লোকজনের চিৎকারে পার্শ্ববর্তী নৌকা ও আশপাশের লোকজন এগিয়ে এলে ডাকাতরা পালানোর চেষ্টা করে। এ সময় স্থানীয়দের সহায়তায় পুলিশ ২ ডাকাতকে গ্রেফতার করে। অপর ডাকাতরা পালিয়ে যায়।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হোসেন জানান, আসামিরা ডাকাতির বিভিন্ন ঘটনার সঙ্গে জড়িত। তাদের নামে গজারিয়া থানায় একাধিক মামলা রয়েছে।
বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫