ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

গজারিয়ায় ২ ডাকাত গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৯ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫
গজারিয়ায় ২ ডাকাত গ্রেফতার ছবি: প্রতীকী

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদী থেকে দুই ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।
 
বুধবার (২১ জানুয়ারি) দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে, মঙ্গলবার রাতে উপজেলার জামালদি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
 
গ্রেফতার হওয়া ডাকাত সদস্যরা হলেন- খোরশেদ আলম (৩৫) ও শফিকুল ইসলাম (২৬)।
 
গজারিয়া থানার উপ পরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, প্রজেক্ট বিল্ডার্স কোম্পানি নামে একটি প্রতিষ্ঠানের ১০ টন রড ও ৩০০ বস্তা সিমেন্ট বোঝাই একটি কার্গো জাহাজ মেঘনা নদী দিয়ে বরিশাল যাচ্ছিলো।  
 
মঙ্গলবার রাত ১টার দিকে একটি ট্রলারে করে ৮ জনের একটি ডাকাতদল রড ও সিমেন্ট বাহী ওই জাহাজ লুট করার চেষ্টা চালায়।
 
এ সময় জাহাজের লোকজনের চিৎকারে পার্শ্ববর্তী নৌকা ও আশপাশের লোকজন এগিয়ে এলে ডাকাতরা পালানোর চেষ্টা করে। এ সময় স্থানীয়দের সহায়তায় পুলিশ ২ ডাকাতকে গ্রেফতার করে। অপর ডাকাতরা পালিয়ে যায়।

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হোসেন জানান, আসামিরা ডাকাতির বিভিন্ন ঘটনার সঙ্গে জড়িত। তাদের নামে গজারিয়া থানায় একাধিক মামলা রয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।