ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

এক বছরে ১৭৬টি সিদ্ধান্ত বাস্তবায়ন

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩২ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫
এক বছরে ১৭৬টি সিদ্ধান্ত বাস্তবায়ন

সংসদ ভবন থেকে: বর্তমান সরকারের গত এক বছরে (২০১৪ সালের ১২ জানুয়ারি হতে ২০১৫ সালের ১৩ জানুয়ারি) পর্যন্ত ৪৩টি মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এসব বৈঠকে ২৫৩টি সিদ্ধান্ত গৃহিত হয়, যার ১৭৬টি সিদ্ধান্তই বাস্তবায়ন হয়েছে।

৭৭টি সিদ্ধান্ত বাস্তবায়নাধীন রয়েছে বলে সংসদে জানিয়েছেন সংসদ কার্যে মন্ত্রিপরিষদ বিভাগের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মতিয়া চৌধুরী।
 
বুধবার (২১  জানুয়ারি) বিকেলে দশম জাতীয় সংসদের পঞ্চম অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সরকার দলীয় সংসদ সদস্য মো. ইসরাফিল আলমের তারকা চিহ্নিত প্রশ্ন ৮০-এর জবাবে মন্ত্রী সংসদে এ তথ্য দেন।
 
মন্ত্রীর দেওয়া তথ্য মতে মন্ত্রিসভা ১৪টি আইনের খসড়া নীতিগতভাবে এবং ২৯টি আইনের খসড়া চূড়ান্তভাবে অনুমোদন করেছে। তাছাড়া এই সময়ে মন্ত্রিসভা বৈঠকে ৫টি নীতিমালা এবং বিভিন্ন দেশের সঙ্গে স্বাক্ষরের উদ্দেশ্যে ২৯টি চুক্তি/সমঝোতা স্মারক অনুমোদিত হয়েছে।
 
মতিয়া চৌধুরী আরও বলেন, মন্ত্রিসভা বৈঠকে গৃহীত সিদ্ধান্তসমূহের অধিকাংশই দীর্ঘ মেয়াদে বাস্তবায়িত হয়। যে কারণে সরকারের মেয়াদের প্রথম দিকে মন্ত্রিসভার বৈঠকে অনেক সিদ্ধান্তই বাস্তবায়নাধীন থাকে। শেষের দিকে সিদ্ধান্ত বাস্তবায়নের হার বৃদ্ধি পেতে থাকে এবং শেষ দিকে বাস্তবায়নের হার অনেক বেশি হয়। বর্তমান সরকারের গত মেয়াদ শেষে মন্ত্রিসভা বৈঠকের সিদ্ধান্ত বাস্তবায়নের হার ৯৬ দশমিক ৪৯ শতাংশ।
 
বাংলাদেশ সময়: ১৭৩৩ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।