ঢাকা: বিএনপির ডাকা হরতাল-অবরোধে সদরঘাট লঞ্চ টার্মিনাল রয়েছে অনেকটাই স্বাভাবিক। নির্দিষ্ট সময়ের মধ্যেই সব লঞ্চ ঘাটে এসে ভিড়েছে।
বুধবার (২১ জানুয়ারি) সকাল থেকে বেলা দেড়টা পর্যন্ত সদরঘাট লঞ্চ টার্মিনালে দেখা মিলেছে এ চিত্র।
জানা যায়, দেশের বিভিন্ন স্থান থেকে সদরঘাটে ভিড়েছে ৪৮টি লঞ্চ। ছেড়ে গেছে ৯টি। ছাড়ার অপেক্ষায় রয়েছে আরও ৩টি লঞ্চ।
সদরঘাট লঞ্চ টার্মিনালের অবস্থা একেবারেই স্বাভাবিক দাবি করে বাংলাদেশ অভ্যন্তরীণ ও নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডাব্লিউটিএ) পরিবহন পরিদর্শক এবিএম মাহামুদ বাংলানিউজকে জানান, নির্দিষ্ট সময়ের মধ্যেই লঞ্চগুলো ঘাট থেকে ছেড়ে যাচ্ছে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে সব লঞ্চ ঘাটে এসে পৌঁছেছেও সময়মতো।
বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫