ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

ধামরাইয়ে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, আহত ৩

ধামরাই থেকে সংবাদদাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৩ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫
ধামরাইয়ে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, আহত ৩

ধামরাই (ঢাকা): ঢাকার ধামরাই উপজেলার টেটাইল গ্রামে এক লেবু ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি হয়েছে। এসময় ঘরে রাখা তিন ভরি স্বর্ণসহ নগদ সাড়ে তিন লাখ টাকা লুট করে ডাকাতরা।



এ ঘটনায় বাড়ির মালিকসহ আহত হয়েছেন অন্তত তিনজন। আহতদের উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।

মঙ্গলবার (২১ জানুয়ারি) দিনগত রাত ৩টার দিকে এ ডাকাতি সংগঠিত হয়।

বাড়ির মালিক ও এলাকাবাসী জানান, মঙ্গলবার দিনগত রাত ৩টার দিকে ১০/১২ জনের একটি ডাকাতদল লেবু ব্যবসায়ী আশরাফ আলীর বাড়ির একটি ঘরের মাটি কেটে ঘরে ঢোকে। পরে পরিবারের সদস্যদের মারধর ও জিম্মি করে আলমারি ভেঙে নগদ সাড়ে তিন লাখ টাকা, তিন ভরি স্বর্ণ ও দু’টি মোবাইল সেট লুটে নেয় ডাকাতরা।

ডাকাতির বিষয়টি নিশ্চিত করে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার বাংলানিউজকে বলেন, ডাকাতি হওয়ার খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।