লালমনিরহাট: লালমনিরহাটের আদিতমারীতে অজ্ঞাত-পরিচয় এক তরুণীর (২০) মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২১ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের উত্তর গোবদা গ্রাম থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে স্থানীয় কৃষকরা কাজ করতে গিয়ে গোবদা গ্রামের খালকাটা রাস্তায় আমতলা ব্রিজের নিচে এক তরুণীর মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে।
তরুণীর গায়ে লাল রঙের সেলোয়ার কামিজ ছিল। মুখে নখের আঁচড়ের চিহ্ন রয়েছে। শরীরের অন্য কোথাও আঘাতের চিহ্ন নেই। স্থানীয়দের ধারণা মেয়েটিকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করে দুর্বৃত্তরা ব্রিজের নিচে ফেলে পালিয়েছে।
ঘটনাস্থলে তরুণীর মৃতদেহ দেখতে আসে হাজার হাজার মানুষ। তবে, দুপুরে এ প্রতিবেদন লেখা পর্যন্ত কেউ মেয়েটির নাম-পরিচয় শনাক্ত করতে পারে নি বলে জানিয়েছে পুলিশ।
ঘটনাস্থলে উপস্থিত আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আব্দুস সোবাহান বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৭৫১ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫