সংসদ ভবন থেকে: পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস রোধে সরকার আরও কঠোর পদক্ষেপ নিচ্ছে বলে সংসদে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
তিনি বলেন, আমরাই প্রথম প্রশ্ন ফাঁসের বিষয়টি প্রকাশ করেছি।
বুধবার (২১ জানুয়ারি) বিকেলে দশম জাতীয় সংসদের পঞ্চম অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সরকার দলীয় সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকীর সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, অনেকে আমাকে বলেন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার দিন সকালে প্রশ্নপত্র ছাপানো হয়। এটা করলে প্রশ্নপত্র ফাঁস রোধ করা যাবে। সেখানে একটি গন্ডির মধ্যে থেকে যেটা করা সম্ভব, আমাদের পক্ষে তা সম্ভব নয়।
তিনি বলেন, টিভি টকশো’ তে বলা হয় প্রশ্নপত্র ফাঁস হলেও আমরা প্রকাশ করি না। আমরা শিকার করিনি প্রশ্নপত্র ফাঁস হয়েছে, এ কথাটি অ-সঠিক, অসত্য।
শিক্ষামন্ত্রী আরও বলেন, প্রশ্নপত্র ফাঁস রোধে সরকার আরও কঠোর পদক্ষেপ নিচ্ছে। এখানে প্রকাশ্যে সব বলতে পারবো না। যারা প্রশ্ন তৈরির সাথে জড়িত তাদের বিষয়ে সরকার কঠোর অবস্থানে।
হরতাল-অবরোধ নিয়ে উদ্বিগ্ন:
জাসদের সংসদ সদস্য শিরীন আক্তারের সম্পূরক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, হরতাল-অবরোধ, নাশকতা করে মানুষ পুড়িয়ে মারা হচ্ছে, এ নিয়ে আমরা খুবই উদ্বিগ্ন। ২ তারিখে এসএসসি পরীক্ষা এটা ৬ মাস আগেই চূড়ান্ত করা হয়েছে। এটা জেনেও তারা এই ধরনের হরতাল-অবরোধ নাশকতা চালিয়ে যাচ্ছে। তারা সন্তানদের হাতে বই তুলে দেওয়া হোক চায় না। এই সন্তান তো আওয়ামী লীগ, জাতীয় পার্টির নয়। সব দলেরই সন্তান।
তিনি আরও বলেন, যারা হরতাল-অবরোধ করছে তাদের বলবো আপনারা কর্মসূচি গোটান। বন্ধ করুন এ ধরনের অপতৎপরতা। আর সচেতন মানুষ যারা আছেন এগিয়ে আসুন, প্রতিহত করুন এসব অরাজকতা।
বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫