ঢাকা: বিরোধীদলীয় নেতার রাজনৈতিক সচিব গোলাম মসীহকে সৌদি আরবের রাষ্ট্রদূত পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। এছাড়া কুয়েতের রাষ্ট্রদূত পদে নিয়োগ দেওয়া হয়েছে অবসরে যাওয়া সেনা কর্মকর্তা মেজর জেনারেল আসহাব উদ্দিনকে।
বুধবার (২১ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত আলাদা আদেশ জারি করেছে।
আদেশে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতার রাজনৈতিক সচিব গোলাম মসীহকে অন্য সব প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের দিন থেকে পরবর্তী দুই বছরের জন্য সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।
অপরদিকে, অবসর ছুটি ভোগরত সেনাবাহিনীর কর্মকর্তা মেজর জেনারেল আসহাব উদ্দিনকে আগামী ১০ জানুয়ারি অথবা যোগদানের দিন থেকে পরবর্তী দুই বছরের জন্য কুয়েতের রাষ্ট্রদূত পদে নিয়োগ দিয়েছে সরকার।
বাংলাদেশ সময়: ১৭৪৭ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫