রাজশাহী: দায়িত্বে অবহেলার অভিযোগে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর হোসেন খন্দকারকে ক্লোজড করা হয়েছে।
এক আদেশে তার স্থলে থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মাহমুদুর রহমানকে ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব বুঝে নিতে বলা হয়েছে।
বুধবার (২১ জানুয়ারি) বিকেলে মহানগর পুলিশ কমিশনার মো. শামসুদ্দিন এ আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর পুলিশের উপকমিশনার (সদর) তানভীর হায়দার চৌধুরী।
তানভীর হায়দার চৌধুরী বাংলানিউজকে জানান, চলমান রাজনৈতিক পরিস্থিতিতে দায়িত্ব পালন না করে ওসি নূর হোসেন বাসায় অবস্থান করছিলেন। বিষয়টি তিনি ঊর্ধ্বতনদেরও অবগত করেন নি। গত দু’দিন ধরে তিনি অফিসে আসেন নি। এ কারণে তাকে ক্লোজড করা হয়েছে।
এর আগে গত ২০১৪ সালের ২০ অক্টোবর বোয়ালিয়া মডেল থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আবদুস সোবহানকে স্ট্যান্ড রিলিজ করা হয়। ওইদিন রাতেই মহানগর গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর হোসেন খন্দকারকে বোয়ালিয়া থানার দায়িত্ব দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫