ঢাকা: হরতাল, অবরোধে নাশকতা ও পেট্রোল-বোমায় আগুনে পুড়িয়ে সহিংসতাকে ধিক্কার জানিয়ে মানববন্ধন করেছেন সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা।
বুধবার দুপুরে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল গেটের সামনে মিরপুর সড়কে মানববন্ধনে বক্তারা সহিংসতার বিরুদ্ধে সরকারকে আরো কঠোর হওয়ার আহ্বান জানান।
কলেজের সহকারী পরিচালক ও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ)-এর সাংগঠনিক সম্পাদক ড. উত্তর কুমার বড়ুয়ার পরিচালনা এতে অংশ নেন ডা. দীপু মনি, সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা. আ ফ ম রুহুল হক, ডা. হাবিবে মিল্লাত, এমপি, বিএমএ-এর সভাপতি ডা. মাহমুদ হাসান, মহাসচিব ড. ইকবাল আর্সালান।
মানববন্ধনে আরো অংশ নেন- কলেজের অধ্যক্ষ এ বি এম মাকসুদুল আলম, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মামুন মোরশেদ, কলেজের চিকিৎসক-কর্মকর্তা-কমচারী সেবক-সেবিকা এবং কলেজ শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।
মানববন্ধনে দেওয়া বক্তৃতায় বলা হয়, হরতাল-অবরোধে দেশের সাধারণ জনগণ চরম ভোগান্তিতে রয়েছেন।
বক্তব্যে পেট্রোল বোমাবাজিকে ধিক্কার জানিয়ে এর হামলকারী নীলনকশা প্রণয়নকারী খালেদা জিয়াকে বিচারের আওতায় নিয়ে আসার আহ্বান জানান বক্তারা।
বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫