রাজশাহী: শিশু অধিকার কনভেনশনে বাংলাদেশ স্বাক্ষর করলেও এদেশের শিশুরা পরিপূর্ণভাবে সাংবিধানিক অধিকার ভোগ করতে পারছে না।
বুধবার (২১ জানুয়ারি) দুপুরে রাজশাহী মহানগর প্রেসক্লাব মিলনায়তনে এক মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন।
‘শিশুদের বাজেট ভাবনা’ এবং ‘বাল্য বিবাহ ও শিশু শ্রম’ শীর্ষক এ সভার আয়োজন করে উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ।
বক্তারা বলেন, জাতীয় শিশুনীতিতে বাংলাদেশের মোট জনসংখ্যার ৪৫ ভাগ শিশু উল্লেখ করা হয়। কিন্তু এরমধ্যে বেশির ভাগ শিশুই তাদের সার্বিক অধিকার থকে বঞ্চিত হচ্ছে।
শিশু অধিকার সুরক্ষায় সবাইকে আরও দায়িত্বশীল হওয়া প্রযোজন বলেও মনে করেন তারা।
সভার শুরুতেই মূল প্রবন্ধ উপস্থাপন করেন দূর্জয় কেন্দ্রীয় শিশু ফোরামের সভাপতি নারজু খাতুন এবং সাধারণ সম্পাদক সার্জিনা খাতুন।
সভায় স্বাগত বক্তব্য দেন আয়োজন সংস্থার প্রোগ্রাম অফিসার দেবাশীষ। আরও বক্তব্য দেন- ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এডিপি ম্যানেজার ডায়মন্ড জেস্পার ঘাগ্রা, প্রোগ্রাম অফিসার চিত্রা চিসিম, লরেন্স মন্ডল, লিটন বালা, দুর্জয় কেন্দ্রীয় শিশু ফোরামের সহ সভাপতি আশা খাতুন ও সিনিয়র সাংবাদিক আনোয়ারুল আলম ফটিক প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৮১৬ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫