চট্টগ্রাম: নগরীর বন্দর থানার মাইজপাড়া এলাকা থেকে ইয়াবাসহ এক ব্যক্তিকে আটকের পর ছয়মাসের সাজা দিয়েছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার গভীর রাতে মাইজপাড়ার জামাল কলোনি এলাকা থেকে পাঁচ পিস ইয়াবাসহ ইউনুছ (৪৫) নামে ওই ব্যক্তিকে নগর গোয়েন্দা পুলিশের একটি দল আটক করে ।
নগর পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তি জানানো হয়, দণ্ডিত ইউনুছ নগরীর দক্ষিণ মধ্যম হালিশহর এলাকার বাসিন্দা।
আটকের পর বুধবার ইউনুছ ভ্রাম্যমান আদালতে সোপর্দ করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে ছয়মাসের বিনাশ্রম কারদণ্ড দেন।
বাংলাদেশ সময়: ১৮১৭ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫