ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

বংশালে ককটেলে আহত পোশাক কারখানা মালিক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩১ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫
বংশালে ককটেলে আহত পোশাক কারখানা মালিক ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানীর বংশাল সুরিটোলা এলাকায় ককটেল বিস্ফোরণে সানোয়ার হোসেন (৫৫) নামে পোশাক কারখানার এক মালিক আহত হয়েছেন। তিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসাধীন।



বুধবার (২১ জানুয়ারি) বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে।

আহত সানোয়ার হোসেনের ছেলে অনিক বাংলানিউজকে জানান, তার বাবা সুরিটোলা এলাকার অনিক গার্মেন্টস নামে পোশাক কারখানার মালিক। তিনি ওই রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় হরতাল ও অবরোধ সমর্থকরা ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে তার পায়ে স্প্লিন্টার বিদ্ধ হয়।

বর্তমানে তিনি ঢামেকে চিকিৎসাধীন। তাদের বাসা ওয়ারীর ৫৪ নম্বর তাহেরবাগ এলাকায় বলে অনিক জানান।

বাংলাদেশ সময়: ১৮৩২ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।