পঞ্চগড়: পঞ্চগড়ের আটোয়ারি সীমান্তে ভারতীয় গরু পারাপারের সময় এক ভারতীয় নাগরিকসহ দুই গরু ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
বুধবার (২১ জানুয়ারি) সকালে আটোয়ারির বর্ষালুপাড়া সীমান্তের ৩৯৮ নম্বর মেইন পিলার এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- ভারতের উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার গোমাদিঘি গ্রামের মৃত হাফিজ উদ্দিনের ছেলে পচির উদ্দিন তিলখুয়া (৩৫) এবং বাংলাদেশি নাগরিক পঞ্চগড় জেলার আটোয়ারি উপজেলার তড়িয়া ইউনিয়নের দারখোর নদীডাঙ্গী গ্রামের তমিজ উদ্দিনের ছেলে দেলোয়ার হোসেন (২৮)।
বিজিবির বালাপাড়া বিওপি ক্যাম্পের নায়েক সুবেদার এমদাদুল হক বাংলানিউজকে জানান, সকালে ওই দুই চোরাকারবারি অবৈধভাবে বর্ষালুপাড়া সীমান্ত দিয়ে গরু নিয়ে বাংলাদেশে প্রবেশের সময় তাদের আটক করা হয়।
এ সময় তাদের ২৮টি ভারতীয় গরু জব্দ করা হয়। পরে গরুগুলো পঞ্চগড় শুল্ক কার্যালয়ে পাঠানো হয়। আটক দুই ব্যক্তিকে আটোয়ারি থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
ঠাকুরগাঁও ৩০ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল তুষার বিন ইউনুস বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫