ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

পঞ্চগড় সীমান্তে ভারতীয় নাগরিকসহ আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৯ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫
পঞ্চগড় সীমান্তে ভারতীয় নাগরিকসহ আটক ২ ছবি: প্রতীকী

পঞ্চগড়: পঞ্চগড়ের আটোয়ারি সীমান্তে ভারতীয় গরু পারাপারের সময় এক ভারতীয় নাগরিকসহ দুই গরু ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
 
বুধবার (২১ জানুয়ারি) সকালে আটোয়ারির বর্ষালুপাড়া সীমান্তের ৩৯৮ নম্বর মেইন পিলার এলাকা থেকে তাদের আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ২৮টি ভারতীয় গরু জব্দ করেছে করা হয়েছে।
 
আটকরা হলেন- ভারতের উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার গোমাদিঘি গ্রামের মৃত হাফিজ উদ্দিনের ছেলে পচির উদ্দিন তিলখুয়া (৩৫) এবং বাংলাদেশি নাগরিক পঞ্চগড় জেলার আটোয়ারি উপজেলার তড়িয়া ইউনিয়নের দারখোর নদীডাঙ্গী গ্রামের তমিজ উদ্দিনের ছেলে দেলোয়ার হোসেন (২৮)।
 
বিজিবির বালাপাড়া বিওপি ক্যাম্পের নায়েক সুবেদার এমদাদুল হক বাংলানিউজকে জানান, সকালে ওই দুই চোরাকারবারি অবৈধভাবে বর্ষালুপাড়া সীমান্ত দিয়ে গরু নিয়ে বাংলাদেশে প্রবেশের সময় তাদের আটক করা হয়।  
 
এ সময় তাদের ২৮টি ভারতীয় গরু জব্দ করা হয়। পরে গরুগুলো পঞ্চগড় শুল্ক কার্যালয়ে পাঠানো হয়। আটক দুই ব্যক্তিকে আটোয়ারি থানা পুলিশের  কাছে  সোপর্দ করা হয়।
 
ঠাকুরগাঁও ৩০ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল তুষার বিন ইউনুস বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।  
 
বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।