ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

দ্রুত প্রকল্প বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪২ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫
দ্রুত প্রকল্প বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী শেষ হাসিনা

ঢাকা: ২০১৪-১৫ অর্থবছরে ৫৫টি মন্ত্রণালয় ও বিভাগের জন্য বার্ষিক  উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) ৮৬ হাজার কোটি টাকা বরাদ্দে ১ হাজার ২৮৭টি প্রকল্প চলমান রয়েছে। এর মধ্যে মন্ত্রণালয় ও বিভাগের কিছু প্রকল্প আছে যা বছরের পর বছর চলে যাচ্ছে কিন্তু প্রকল্পের কাজ শেষ হচ্ছে না।

এ প্রকল্পগুলো দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়নের তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পাবলিক প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) কাযর্ক্রমকে গতিশীল করতেও সংশ্লিষ্টদের পদক্ষেপ নিতে বলেছেন তিনি।

বুধবার (২১ জানুয়ারি) সকাল ১১টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে পরিকল্পনা কমিশনের বৈঠকে এসব নির্দেশনা দেন তিনি।

বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও পরিকল্পনা কমিশনের চেয়ারপারসন শেখ হাসিনা।

বৈঠক সূত্রে এসব তথ্য জানা গেছে।

এরশাদ সরকারের আমলে ১৯৮৪ সালে  সর্বশেষ পরিকল্পনা কমিশনের বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। দীর্ঘ ৩০ বছর পর কমিশনের চেয়ারপারসনের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রী বলেন, যেসব প্রকল্প ধীরগতিতে বাস্তবায়িত হচ্ছে সেসব প্রকল্প বাস্তবায়নে গতি আনতে হবে এবং যতো কম সময়ে সম্ভব কাজ এগিয়ে নিতে হবে। পাশাপাশি পিপিপি কার্যক্রমও গতিশীল করতে হবে।

বৈঠকে পিপিপি কাযর্ক্রমে বাস্তবায়িত হওয়া যাত্রাবাড়ী মোহাম্মদ হানিফ ফ্লাইওভার নির্মাণের প্রশংসা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৈঠক সূত্র জানায়, সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা এবং বাস্তবায়ন, মূল্যায়ন ও পরীবিক্ষণ বিভাগের (আইএমইডি) কার্যক্রম মাঠ পর্যায়ে বিস্তৃত করা ও সামাজিক নিরাপত্তার বিষয়গুলো নিয়ে বৈঠকে দীর্ঘ আলোচনা হয়।

বেলা ১১টায় বৈঠক শুরু হয়ে চলে বেলা সোয়া ২টা পযর্ন্ত। প্রধানমন্ত্রী নিজ উদ্যোগেই এ বৈঠক আহবান করেন।

বৈঠক সূত্রে আরো জানা গেছে, পরিকল্পনা কমিশনের জনবল বৃদ্ধি ও শক্তিশালীকরণ, বাস্তবায়ন, মূল্যায়ন ও পরীবিক্ষণ বিভাগের (আইএমইডি) কার্যক্রমসহ ইকোনোমিক ক্যাডারদের পদমর্যাদার বিষয়টি উত্থাপন করা হয়।

বৈঠকে পরিকল্পনা কমিশনের সদস্যদের সিনিয়র সচিব ও বিভাগীয় প্রধানদের সচিব পদমর্যাদা দেওয়াসহ ইকোনমিক ক্যাডারদের পদমর্যাদা বৃদ্ধি করার প্রস্তাব করা হয়।

প্রস্তাবের পরে প্রধানমন্ত্রী বলেন, ইকোনমিক ক্যাডারদের আরো কিছু মর্াদা দেওয়ার বিষয়টি নিয়ে আমরা আলোচনা করবো।


বৈঠক সূত্রে আরো জানা গেছে, ‍পাট উপাদনের বিষয়ে গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী বলেন, পাটের গৌরব ফিরিয়ে আনতে হবে। পাটের চাহিদা বৃদ্ধির বিষয়ে আমাদের কাজ করতে হবে।

বৈঠক সূত্রে আরো জানা গেছে ৩০ বছর পরে এ বৈঠক অনুষ্ঠিত হলো। এক বা দেড় বছর পর পর কিভাবে বৈঠক করার বিষয়ে আলোচনা করা হয়।

সভা প্রসঙ্গে সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য ড. শামসুল আলম বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে আমাদের দীর্ঘ বৈঠক অনুষ্ঠিত হয়। আমরা আমাদের পরিকল্পনাগুলো তুলে ধরেছি। প্রধানমন্ত্রী সব কিছু মনোযোগ সহকারে শুনেছেন। দ্রুততম সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়নের বিষয়ে তাগিদ দিয়েছেন তিনি। এছাড়া পিপিপি’র গতিশীলতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রীকে বলেছি, এক বছরের মধ্যেই এ কাজ শেষ হবে।

ড. শামসুল আলম আরো বলেন, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশে পরিণত করার লক্ষ্যে কাজ করার জন্য নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।


অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, পরিকল্পনামন্ত্রী আ হ ম মোস্তফা কামাল, পরিকল্পনা সচিব সফিকুল ইসলামসহ সংশ্লিষ্টরা বৈঠকে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮৩৮ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।