ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

জাবি-পাকিজা গ্রুপ সমঝোতা চুক্তি স্বাক্ষর

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৭ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫
জাবি-পাকিজা গ্রুপ সমঝোতা চুক্তি স্বাক্ষর ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও পাকিজা গ্রুপের প্রতিষ্ঠান মম টেক্স লিমিটেডের একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের পক্ষে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আবুল খায়ের ও মম টেক্স লিমিটেডের পক্ষে রাশেদুর রহমান মঙ্গলবার (২০ জানুয়ারি)
এ চুক্তিতে স্বাক্ষর করেন।



এ চুক্তির আওতায় বিশ্ব ব্যাংকের আর্থিক সহায়তায় পরিচালিত উচ্চশিক্ষার মানোন্নয়ন প্রকল্পের পরিবেশ বিজ্ঞান বিভাগের চলমান পানি গবেষণাগারে মম টেক্স লিমিটেড যুক্ত হয়ে পানি গবেষণায় সহায়তা করবে।

এসময় জাবি উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম, প্রো-উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন, পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. খবির উদ্দিন, সহযোগী অধ্যাপক জামাল উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

বুধবার (২১ জানুয়ারি) এ সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৯০৪ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।