রাজশাহী: রাজশাহীতে আইন-শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা পাহারায় ঢাকাগামী যাত্রীবাহী গাড়ি বহরে পেট্রোল বোমা ও ককটেল হামলা চালিয়েছে অবরোধ সমর্থকরা। এ সময় পেট্রোল বোমায় আগুন না ধরলেও হাতবোমাটি বিকট শব্দে বিস্ফোরিত হয়।
বুধবার (২১ জানুয়ারি) বিকেল ৪টার দিকে মহানগরীর রাজপাড়া থানার কাশিয়াডাঙ্গা মোড়ে সড়কের ওপর এ হামলা চালানো হয়।
রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বাংলানিউজকে বলেন, পুলিশ, ৠাব ও বিজিবির পাহারায় চাঁপাইনবাবগঞ্জ থেকে প্রায় অর্ধশত গাড়ি ঢাকার উদ্দেশে যাচ্ছিল।
বিকেলে মহানগরীর কাশিয়াডাঙ্গা মোড় অতিক্রমের সময় বহরের মাঝখানের একটি ট্রাকে হামলা চালায় অবরোধ সমর্থকরা। এসময় তারা একটি পেট্রোল বোমা ও একটি ককটেল ছোড়ে।
তবে ককটেলটি বিকট শব্দে বিস্ফোরিত হলেও পেট্রোল বোমাটি বিস্ফোরিত হয়নি। এসময় বোমার আঘাতে ট্রাকের সামনের কাচ ভেঙে যায়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। পরে খবর পেয়ে দ্রুত অতিরিক্ত পুলিশ ও বিজিবি ঘটনাস্থলে যায়।
অতিরিক্ত পুলিশ মোতায়েন করে গাড়িগুলো ওই এলাকা পার করে দেওয়া হয়েছে বলে জানান ওসি।
বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫