ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে যাত্রীবাহী গাড়ি বহরে পেট্রোল বোমা হামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৯ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫
রাজশাহীতে যাত্রীবাহী গাড়ি বহরে পেট্রোল বোমা হামলা ছবি: প্রতীকী

রাজশাহী: রাজশাহীতে আইন-শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা পাহারায় ঢাকাগামী যাত্রীবাহী গাড়ি বহরে পেট্রোল বোমা ও ককটেল হামলা চালিয়েছে অবরোধ সমর্থকরা। এ সময় পেট্রোল বোমায় আগুন না ধরলেও হাতবোমাটি বিকট শব্দে বিস্ফোরিত হয়।

এতে একটি ট্রাকের সামনের কাচ ভেঙে যায়।

বুধবার (২১ জানুয়ারি) বিকেল ৪টার দিকে মহানগরীর রাজপাড়া থানার কাশিয়াডাঙ্গা মোড়ে সড়কের ওপর এ হামলা চালানো হয়।

রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বাংলানিউজকে বলেন, পুলিশ, ৠাব ও বিজিবির পাহারায় চাঁপাইনবাবগঞ্জ থেকে প্রায় অর্ধশত গাড়ি ঢাকার উদ্দেশে যাচ্ছিল।

বিকেলে মহানগরীর কাশিয়াডাঙ্গা মোড় অতিক্রমের সময় বহরের মাঝখানের একটি ট্রাকে হামলা চালায় অবরোধ সমর্থকরা। এসময় তারা একটি পেট্রোল বোমা ও একটি ককটেল ছোড়ে।

তবে ককটেলটি বিকট শব্দে বিস্ফোরিত হলেও পেট্রোল বোমাটি বিস্ফোরিত হয়নি। এসময় বোমার আঘাতে ট্রাকের সামনের কাচ ভেঙে যায়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। পরে খবর পেয়ে দ্রুত অতিরিক্ত পুলিশ ও বিজিবি ঘটনাস্থলে যায়।

অতিরিক্ত পুলিশ মোতায়েন করে গাড়িগুলো ওই এলাকা পার করে দেওয়া হয়েছে বলে জানান ওসি।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।