সংসদ ভবন থেকে: চলতি অর্থবছরে (২০১৪-১৫) ৩৭ লাখ ৩৪ হাজার ৫০০ প্রবীণ নাগরিককে ভাতা প্রদান করা হচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলী।
বুধবার (২১ জানুয়ারি) বিকেলে দশম জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগমের প্রশ্নের উত্তরে মন্ত্রী সংসদে এ তথ্য দেন।
মন্ত্রীর দেওয়া তথ্যানুযায়ী, দেশের প্রবীণ ব্যক্তিদের অধিকার, সামাজিক এবং পারিবারিক মর্যাদা বৃদ্ধিকল্পে গত ২৭ নভেম্বর প্রবীণ ব্যক্তিদের সিনিয়র সিটিজেন ঘোষণা করা হয়। এদের মধ্যে ২৭ লাখ ২২ হাজার ৫০০ বয়স্ক ব্যক্তি এবং ১০ লাখ ১২ হাজার বিধবা ও স্বামী পরিত্যাক্ত দুস্থ মহিলাকে ৪০০ টাকা করে ভাতা দেওয়া হচ্ছে। এছাড়া প্রবীণ ব্যক্তিদের আবাসন ও ভরণ পোষণের জন্য ৬টি বিভাগে শান্তিনিবাস কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।
আ ফ ম বাহাউদ্দিন (নাছিম) এর অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ভিক্ষাবৃত্তি একটি অভিশপ্ত পেশা। ভিক্ষাবৃত্তি পেশা নিরসনকল্পে ঢাকা মহানগরীকে ভিক্ষুকমুক্তকরণ এবং ভিক্ষাবৃত্তিতে নিয়োজিতদের পুনর্বাসনের লক্ষ্যে ২০১০ সালে একটি প্রকল্প হাতে নেওয়া হয়।
এ প্রকল্পের আওতায় ২০১১ সালে ঢাকা সিটি কর্পোরেশনের ১০টি জোনে জরিপ পরিচালনার মাধ্যমে ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত ১০ হাজার ব্যক্তির আর্থ-সামাজিক অবস্থা সম্পর্কে তথ্য সংগ্রহ করা হয়। পরবর্তীতে ময়মনসিংহ জেলায় ৩৭ জন ও জামালপুর জেলায় ২৯ জনকে রিকশা ভ্যান ও ক্ষুদ্র ব্যবসা পরিচালনার পুঁজি হিসেবে মূলধন প্রদান করা হয়েছে।
মন্ত্রী আরও বলেন, ঢাকা শহরকে ভিক্ষুকমুক্ত করার লক্ষ্যে বিমানবন্দর হতে রেডিসন, হোটেল সোনারগাঁও থেকে বেইলি রোড এবং কূটনৈতিক জোনকে সিটি কর্পোরেশন ভিক্ষুকমুক্ত ঘোষণা করে।
বাংলাদেশ সময়: ১৯২৩ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫