গোপালগঞ্জ: গোপালগঞ্জে প্রাইভেটকারের চাপায় আলী মিয়া (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
বুধবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় কাশিয়ানী উপজেলার শিবগাতী বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
আলী মিয়া নড়াইল জেলা সদরের দত্তপাড়া গ্রামের মৃত মাজেদ মিয়ার ছেলে।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বাংলানিউজকে জানান, ঢাকা থেকে খুলনাগামী একটি প্রাইভেটকার ঘটনাস্থলে পৌঁছালে সামনের চাকা ফেটে যায়। এ সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইল থেকে ভাঙ্গাগামী একটি মোটরসাইকেলকে চাপা দেয়।
এতে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী আলী মিয়ার মৃত্যু হয়। পুলিশ নিহতের মৃতদেহ উদ্ধার করেছে। ঘাতক প্রাইভেটকারটিকে জব্দ করা হয়েছে বলে জানান ওসি।
বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫