ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

খালেদার কার্যালয়ে অভিযানের দাবি বিএনএফ প্রেসিডেন্টের

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪২ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫
খালেদার কার্যালয়ে অভিযানের দাবি বিএনএফ প্রেসিডেন্টের

সংসদ ভবন থেকে: খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ে অপারেশন সার্চলাইট চালানোর দাবি করেছেন বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) প্রেসিডেন্ট এস এম আবুল কালাম আজাদ।

একই সঙ্গে তিনি গুলশান-বনানী কূটনৈতিক জোন থেকে সকল রাজনৈতিক দলের অফিস প্রত্যাহারেরও দাবি জানান।


 
বুধবার (২১ জানুয়ারি) দশম জাতীয় সংসদের পঞ্চম অধিবেশনে মাগরিবের বিরতির পর পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে এ দাবি জানান বিএনএফ প্রেসিডেন্ট।
 
আবুল কালাম আজাদ বলেন, খালেদা জিয়া যে কার্যালয়ে অবস্থান করছেন, সেখানে অপারেশন সার্চলাইট চালানো উচিত। কারণ ওখানে সন্ত্রাসী জঙ্গিরা লুকিয়ে আছে। ওখান থেকে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করা হচ্ছে।
 
বাংলাদেশ সময়: ১৯৪১ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।