সংসদ ভবন থেকে: খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ে অপারেশন সার্চলাইট চালানোর দাবি করেছেন বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) প্রেসিডেন্ট এস এম আবুল কালাম আজাদ।
একই সঙ্গে তিনি গুলশান-বনানী কূটনৈতিক জোন থেকে সকল রাজনৈতিক দলের অফিস প্রত্যাহারেরও দাবি জানান।
বুধবার (২১ জানুয়ারি) দশম জাতীয় সংসদের পঞ্চম অধিবেশনে মাগরিবের বিরতির পর পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে এ দাবি জানান বিএনএফ প্রেসিডেন্ট।
আবুল কালাম আজাদ বলেন, খালেদা জিয়া যে কার্যালয়ে অবস্থান করছেন, সেখানে অপারেশন সার্চলাইট চালানো উচিত। কারণ ওখানে সন্ত্রাসী জঙ্গিরা লুকিয়ে আছে। ওখান থেকে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৯৪১ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫