ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

ইস্টওয়েস্ট মিডিয়া গ্রুপের প্রেসে এসএপি বাস্তবায়ন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৫ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫
ইস্টওয়েস্ট মিডিয়া গ্রুপের প্রেসে এসএপি বাস্তবায়ন ছবি: নাজমুল হাসান / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বাংলাদেশের মুদ্রণ শিল্পে প্রথম সফটওয়্যার এপ্লিকেশন প্রোগ্রাম-এসএপি(SAP) বাস্তবায়ন করল ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের প্রেস ইউনিট। এক্সাটেক সলিউশনস লিমিটেডের সহায়তায় এটি বাস্তবায়ন করা হলো।



বুধবার(২১ জানুয়ারি’২০১৫) বিকেলে ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের (ইডব্লিউএমজিএল) কনফারেন্স হলে এসএপি বাস্তবায়ন কার্যক্রমের উদ্বোধন করেন ইডব্লিউএমজিএল’র হেড অব প্রেস সৈয়দ ফরহাদ আলী রেজা।

তিনি বলেন, এসএপি বাস্তবায়ন দেশে প্রেসের ব্যবসার একটি মাইলফলক। এটি বাস্তবায়নের ফলে ইডব্লিউএমজিএলের প্রেস দক্ষতা সম্পন্ন প্রতিষ্ঠান হিসেবে কার্যক্রম পরিচালনা করবে। যার নানা রকম সুবিধা পাবে গ্রাহকরা। এসএপির বৈশিষ্ট্য হলো, উৎপাদন পরিকল্পনা, উপাদান প্রয়োজন পরিকল্পনা, মান ব্যবস্থাপনা এবং বিক্রয় ও বিতরণসহ  সকল কাজ সফল ভাবে সম্পন্ন করা।

২০১৪ সালের ২২ নভেম্বর ইডব্লিউএমজিএলের প্রেসে এসএপি বাস্তবায়নের কাজ শুরু করে এক্সাটেক। পুরো কার্যক্রম সঠিক সময়ে বাস্তবায়ন শেষ করে বাংলাদেশে এসএপি সফটওয়্যার বাস্তবায়নের নতুন মাইলফলক স্থাপন করল সেবা প্রদানকারী প্রতিষ্ঠান এক্সাটেক।

বাংলাদেশের বৃহত্তম প্রেস ইউনিটটি থেকে গ্রাহকদের মানসম্পন্ন মুদ্রণ ও প্যাকেজিং সেবা প্রদান করার জন্যই এ প্রোগ্রাম বাস্তবায়ন করা হলো বলে এক্সাটেক কর্তৃপক্ষ জানায়।  

অনুষ্ঠানে আরও উপিস্থিত ছিলেন, ইডব্লিউএমজিএলের হেড অব একাউন্টস এস এম রফিক উদ্দিন, মানব সম্পদ কর্মকর্তা হাফিজ ইমাম ইনাম, এক্সাটেকের ব্যবস্থাপনা পরিচালক শুভজ্যোতি গাঙ্গুলী, প্রধান প্রোগ্রাম পরিচালক রাজীব ইমরান, প্রেস ইউনিটের এজিএম এস এম মেহেদী হাসান, মজিবুর রহমানসহ অন্য কর্মকর্তারা।

বিশ্বের নেতৃস্থানীয় ব্যবসায়ীরা তাদের ব্যবসা সফল ভাবে পরিচালনার এসএপি সফটওয়ার ব্যবহার করে। ব্যবসায়িক কার্যক্রম সঠিকভাবে পরিচালনার জন্য বিশ্বের ২লাখ ৬৩হাজার কোম্পানি এসএপি সফটওয়্যারটি ব্যবহার করছে। বাংলাদেশে এসএপির বাস্তবায়নের কাজ এগিয়ে নিচ্ছে এক্সাটেক।

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।