ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

গৃহায়নের সাবেক চেয়ারম্যানসহ ৫জনকে জিজ্ঞাসাবাদ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫১ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫
গৃহায়নের সাবেক চেয়ারম্যানসহ ৫জনকে জিজ্ঞাসাবাদ

ঢাকা: জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যানসহ পাঁচ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (২১ জানুয়ারি) দুদকের উপ-পরিচালক মো. হামিদুল হাসান তাদের জিজ্ঞাসাবাদ করেন।



অবৈধভাবে প্লট বরাদ্দ মামলার পুনঃতদন্তের অংশ হিসেবে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান (যুগ্ম-সচিব) মতিয়ার রহমান, বর্তমান সদস্য (এস্টেট) ও যুগ্ম-সচিব মোহাম্মদ আজহারুল হক, পরিচালক মেহেদী হাসান, তৎকালীন কোষাধ্যক্ষ মনসুর আলম এবং হিসাবরক্ষক মতিউর রহমানকে জিজ্ঞাসাবাদ করা হয়।

দুদক সূত্র জানায়, গতবছর ৬ মার্চ  দুদকের তৎকালীন উপ-পরিচালক যতন কুমার রায় বাদী হয়ে রাজধানীর শাহবাগ থানায় একটি মামলা করেন। এতে বিএনপি নেতৃত্বাধীন জোট সরকারের গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আলমগীর কবিরসহ চারজনকে আসামি করা হয়।

পরে তদন্তে তৎকালীন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী এবং বর্তমানে মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাসের সংশ্লিষ্টতা পাওয়া যায়।  

সূত্র জানায়, ২০০৬ সালে চারদলীয় জোট সরকার ঢাকা সাংবাদিক বহুমুখী সমবায় সমিতিকে ৩ কোটি ৩৮ লাখ ৮০ হাজার টাকা মূল্যের প্রায় ৭ একর জমি বরাদ্দ দেয়। কিন্তু ওই জমির তৎকালীন বাজার মূল্য ছিল ১৮ কোটি ৯১ লাখ ৩০ হাজার ৯০০ টাকা।

ফলে সরকারের ১৫ কোটি ৫২ লাখ ৫০ হাজার ৯০০ টাকার আর্থিক ক্ষতি হয়েছে। আগের  তদন্ত কর্মকর্তা যতন কুমার রায় তার প্রতিবেদনে মির্জা আব্বাস, আলমগীর কবিরসহ সংশ্লিষ্ট ৫ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিলের সুপারিশ করেন।

কিন্তু কমিশন মামলাটি পুন‍ঃতদন্তের সিদ্ধান্ত নেয়। বর্তমানে মামলাটি তদন্ত করছেন দুদকের উপ-পরিচালক হামিদুল হাসান।

বাংলাদেশ সময়: ১৯৫১ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।