ঢাকা: বৃহস্পতিবার (২২ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রম পরিদর্শনে এটি প্রধানমন্ত্রীর নিয়মিত কার্যক্রমের অংশ।
এদিকে, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয়ে নানা তোড়জোড় চলছে। নতুন সাজে সেজে উঠেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
বুধবার থেকেই পররাষ্ট্র মন্ত্রণালয় ও এর আশেপাশের নিরাপত্তা জোরদার করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে বিকেল তিনটা পর্যন্ত প্রধানমন্ত্রীর সেখানে উপস্থিত থাকার কথা রয়েছে। এ সময় গত এক বছরে সরকারের কূটনৈতিক সাফল্য প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরা হবে।
জানা যায়, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সাম্প্রতিক কয়েকটি সফর ও এর সাফল্য নিয়ে পাঁচ মিনিটের একটি ভিডিও চিত্র তৈরি করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এছাড়া জাতিসংঘে বঙ্গবন্ধুর ভাষণের একটি কপি বাধাই করে প্রধানমন্ত্রীকে উপহার দেওয়ার পরিকল্পনা করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
এর আগে ২০১২ সালে পররাষ্ট্র মন্ত্রণালয় পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। সে সময় পররাষ্ট্রমন্ত্রী ছিলেন ডা. দীপু মনি। পররাষ্ট্র মন্ত্রণালয় পরিদর্শন শেষে তিনি এর আঙিনায় একটি বৃক্ষও রোপন করেন শেখ হাসিনা।
বাংলাদেশ সময়: ২০৩২ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫