কক্সবাজার: সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়ায় মানবপাচারকারী দালাল চক্রের শীর্ষ গডফাদার বহুল আলোচিত রেজিয়া আকতার প্রকাশ ‘রেবি ম্যাডাম’কে আবারও গ্রেফতার করা হয়েছে।
কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশের একটি দল বুধবার (২১ জানুয়ারি) বিকেল ৩টায় সোনাপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
সূত্র জানায়, স্বামী ও স্ত্রী মিলে ‘রেবি বাহিনী’ নামে একটি দল গঠন করে দীর্ঘদিন ধরে মানবপাচার করছে। তার বিরুদ্ধে জেলাসহ চট্টগ্রামেও মানবপাচার আইনে মামলা রয়েছে।
২৩ নভেম্বর আরও একবার আটক হয়েছিল রেবি। সম্প্রতি জমিনে মুক্তির পর এলাকায় ফিরে মামলার সাক্ষীর ওপর দফায় দফায় হামলা করে তাদের দোকানপাট ও বসত বাড়ি ভাঙচুর করে। তার ভয়ে অনেকেই এলাকায় ছেড়েছে।
জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান আবুল হোসেন বাংলানিউজকে জানান, চকরিয়া থানার একটি মানবপাচার মামলায় তাকে গ্রেফতার করা হয়।
এছাড়া জামিনে মুক্ত হয়ে এলাকায় নৈরাজ্য সৃষ্টির দায়ে আরও একটি মামলা হচ্ছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫