ঢাকা: তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও আইজিপি মো. আনোয়ারুল ইকবালের জানাজা বৃহস্পতিবার (২২ জানুয়ারি) অনুষ্ঠিত হবে।
এদিন বাদ জোহর রাজারবাগ পুলিশ লাইন কেন্দ্রীয় জামে মসজিদে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে দুবাইয়ে মারা যান মো. আনোয়ারুল ইকবাল। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।
বুধবার (২১ জানুয়ারি) বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহা-পরিদর্শক (মিডিয়া) মো. জালাল উদ্দিন আহমেদ চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বাংলাদেশ সময়: ২০৪৯ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫