মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ শহরের শিলমন্দি এলাকায় ফুটবল খেলার সময় প্রতিপক্ষের খেলোয়াড়ের লাথির আঘাতে নীরব (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (২১ জানুয়ারি) বিকেল ৫টার দিকে শহরের শিলমন্দি বালুর মাঠে শিশুদের নিজেদের মধ্যে ফুটবল খেলার সময় শিশু মৃত্যুর এ ঘটনা ঘটে।
শিশু নীরব মুন্সীগঞ্জ আদর্শ মাদ্রাসার দ্বিতীয় শ্রেণীর ছাত্র এবং শহরের শিলমন্দি এলাকার রিপন মিয়ার ছেলে।
সদর থানার উপ পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, বিকেলে শিশু নীরব শিলমন্দি জামে মসজিদ সংলগ্ন বালুর মাঠে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলতে যায়। খেলার এক পর্যায়ে শিশু নীরবের বুকে ফুটবলের আঘাত লাগে।
তাৎক্ষণিক তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে দায়িত্বরত ডাক্তার শৈবাল বসাক শিশু নীরবকে মৃত ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ২১০৭ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫