বগুড়া: জাতীয় বাজেটে শিশুদের জন্য অগ্রাধিকার ভিত্তিতে অধিক হারে বরাদ্দ দেওয়ার দাবি জানিয়েছে শিশু ফোরাম।
বুধবার (২১ জানুয়ারি) দুপুরে বগুড়া প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে এসব দাবি ধাওয়া তুলে ধরেন শিশু ফোরাম বগুড়া অঞ্চলের সভাপতি পুষ্পা খাতুন।
এতে বলা হয়, শিশুদের জন্য সুনির্দিষ্ট কোনো বাজেট নেই। তাই ভবিষ্যতে শিশু শিক্ষা, স্বাস্থ্য এবং ও জেলা ভিত্তিক (সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন) উন্নয়নে সুনির্দিষ্ট বাজেট বরাদ্দ রাখা জরুরি।
শিশু উন্নয়নে পাঁচ দফা দাবি তুলে ধরা হয় সংবাদ সম্মেলনে।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে ওয়ার্ল্ড ভিশনের রিজিওনাল সিনিয়র ম্যানেজার (প্রোগ্রাম) স্টিফেন অসীম আর চ্যাটার্জি, বগুড়া ক্লাস্টারের সিনিয়র এডিপি ম্যানেজার লোটাস চিসিম, শিক্ষা প্রকল্প সমন্বয়কারী সিফাত-ই ইসলাম এবং বগুড়া কর্ম অঞ্চলের ২৪ টি শিশু ফোরামের সভাপতি ও সাধারণ সম্পাদকরা এতে উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২১১৩ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫