সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের বেলকুচিতে অবরোধের সমর্থনের মিছিল সমাবেশ করেছে বেলকুচি উপজেলা বিএনপির নেতাকর্মীরা। এ সময় চারটি ককটেল বোমার বিস্ফোরণ ঘটায় তারা।
বুধবার (২১ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে বেলকুচি উপজেলার কান্দপাড়া হাটখোলা এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, অবরোধের সমর্থনে বেলকুচি উপজেলা বিএনপির নেতাকর্মীরা উপজেলার মৌপুর এলাকা থেকে একটি মিছিল বের করে। মিছিলটি কান্দাপাড়া হাটখোলায় গিয়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন- উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম আইয়ুব, পৌর ছাত্রদলের সভাপতি আনোয়ার হোসেন, উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক আব্দুল ওয়াহাব, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি সাদ্দাম হোসেন প্রমুখ।
সমাবেশ শেষে হাটখোলা ব্রিজ এলাকায় চারটি ককটেলের বিস্ফোরণ ঘটায় তারা।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বাংলানিউজকে বলেন, মাঝে-মধ্যে দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। নাশকতাকারীদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।
বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫