ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

ফেনীতে সাড়ে ২২ লাখ টাকার মাদক ধ্বংস

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৮ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫
ফেনীতে সাড়ে ২২ লাখ টাকার মাদক ধ্বংস ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফেনী: ফেনীতে সাড়ে ২২ লাখ টাকার বিভিন্ন ধরনের মাদক ধ্বংস করেছে র‌্যাপিড় অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৭) ফেনী ক্যাম্পের সদস্যরা।
 
বুধবার (২১ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে ফেনীর সিনিয়র জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট খাইরুল আমিন ও মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোহাম্মদ শরিফুল ইসলামের উপস্থিতিতে র‌্যাব-৭ ফেনী কার্যালয়ে এসব মাদক ধ্বংস করা হয়।


 
মাদকের মধ্যে রয়েছে ফেনসিডিল এক হাজার ১৫৯ বোতল, বিদেশি ১৬ বোতল, বিয়ার ৩০ বোতল, গাঁজা ২০৪ কেজি।
 
র‌্যাব-৭ ফেনী ক্যাম্পের পরিচালক মেজর মহিউদ্দিন জানান, ধ্বংস করা মাদক দ্রব্যের আনুমানিক বাজার মূল্য ২২ লাখ ৫০ হাজার টাকা।

তিনি জানান, মাদকগুলো বিগত ৬ মাস ধরে জেলার বিভিন্ন স্থান থেকে র‌্যাব উদ্ধার করে।

বাংলাদেশ সময়: ২১১১ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।