ঢাকা: বিশ্বকাপে জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়দের আত্মবিশ্বাস নিয়ে খেলার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গণভবনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন ও জাতীয় দলের অধিনায়ক মাশরাফি বিন মোর্তুজার নেতৃত্বে ক্রিকেটাররা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলে টাইগার বাহিনীকে অনুপ্রেরণা যোগাতে তিনি বিভিন্ন পরামর্শ দেন।
বুধবার (২১ জানুয়ারি) রাতে গণভবনে যান ক্রিকেটাররা। সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তাদের দেশপ্রেমে উজ্জীবিত হয়ে আত্মবিশ্বাস নিয়ে খেলতে বলেন।
এ সময় প্রধানমন্ত্রী জাতির কাছে বাংলাদেশ ক্রিকেট দলের জন্য দোয়া চেয়ে বলেন, খেলায় হার-জিত থাকে। তবে আত্মবিশ্বাস নিয়ে খেলতে হবে।
ম্যাচে জয়ের জন্যই খেলতে হবে বলে অনুপ্রেরণা দিয়ে প্রধানমন্ত্রী ক্রিকেটারদের উদ্দেশে বলেন, দেখিয়ে দিতে হবে আমরা টাইগার।
নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য ক্রিকেট বিশ্বকাপে অংশ নিতে জাতীয় ক্রিকেট দল আগামী ২৪ জানুয়ারি দেশ ত্যাগ করবে।
বাংলাদেশ সময়: ২১১৩ ঘণ্টা, জানুয়ারি ২১, ২১০৫/আপডেট: ২১৪৫ ঘণ্টা