নারায়ণগঞ্জ: সিদ্ধিরগঞ্জের সুমিলপাড়া এলাকায় সাতঘোড়া সিমেন্ট কারখানার ক্রেন ছিঁড়ে সবুজ (৫০) নামের এক শ্রমিক মারা গেছেন।
বুধবার (২১ জানুয়ারি) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে।
সূত্র জানায়, সাতঘোড়া সিমেন্ট কারখানায় জাহাজ থেকে মাল আনলোড করার সময় ক্রেনের তার ছিঁড়ে নিচে পড়ে গুরুতর আহন হন সবুজ। তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ শহরের খানপুর এলাকার ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫