সংসদ ভবন থেকে: চলমান রাজনৈতিক কর্মকাণ্ড ও দলীয় নানা ইস্যু নিয়ে হঠাৎ করেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন তার বিশেষ দূত জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ। জাতীয় পার্টি যেন মূল বিরোধী দলের ভূমিকা পালন করতে পারে এ ব্যাপারে প্রধানমন্ত্রীর সহযোগিতা চেয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান।
পাশাপাশি নিজেকে বিরোধী দলীয় নেতা বানানোরও প্রস্তাব করেছেন এরশাদ এমন দাবি করেছে জাতীয় পার্টি সূত্র।
বুধবার (২১ জানুয়ারি) দশম জাতীয় সংসদের পঞ্চম অধিবেশনে মাগরিবের বিরতির পরে ৪৫ মিনিটব্যাপী এ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর সংসদ অফিস কক্ষে এ বৈঠক হয় বলে জানা যায়।
বৈঠকে এরশাদের সঙ্গে জাপা মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু উপস্থিত ছিলেন। বৈঠক সম্পর্কে এরশাদের কাছে জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, ‘এটা ছিলো সৌজন্য সাক্ষাৎ।
এদিকে হঠাৎ করে এরশাদের এমন বৈঠকে নড়ে চড়ে বসেন জাতীয় পার্টির ‘রওশনপন্থি’ সংসদ সদস্যরা। প্রধানমন্ত্রীর সঙ্গে এরশাদের কী কথা হলো, সে বিষয়ে তাদের মধ্যে চলতে থাকে কানাঘুঁষা।
বৈঠকটিকে এরশাদের পক্ষ থেকে সৌজন্য সাক্ষাত বলা হলেও, নাম প্রকাশ না করার শর্তে এরশাদের ঘনিষ্ঠ এক নেতা বলেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়েই প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। পাশাপাশি জাতীয় পার্টিকে প্রকৃত বিরোধীদলের ভূমিকা পালনের ক্ষেত্রে প্রধানমন্ত্রীর সহযোগিতা চেয়েছেন প্রেসিডেন্ট। এছাড়াও চলমান সহিংসতা নিরসনে প্রধানমন্ত্রীকে কঠোর হওয়ার আহ্বান জানান এবং প্রয়োজনে খালেদা জিয়াকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন সাবেক রাষ্ট্রপতি।
নাম প্রকাশে অনিচ্ছুক আরেক নেতা বলেন, এরশাদকে বিরোধীদলের নেতা বানাতে চায় মহাসচিব বাবলু। সেজন্যই তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে এ বৈঠকের আয়োজন করেন। বর্তমান প্রেক্ষাপটে দলকে শক্তিশালী করতে এরশাদকে বিরোধীদলের নেতা বানানোর জন্য প্রধানমন্ত্রীর কাছে তিনি প্রস্তাব রাখতে পারেন। ’
বৈঠকে শেষে জিয়াউদ্দিন বাবলু বলেন, স্যার প্রধানমন্ত্রীর বিশেষ দূত। তিনি তো সাক্ষাৎ করতেই পারেন। তবে এটা সৌজন্য সাক্ষাৎ। এর বাইরে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা হয়নি।
** খালেদাকে ‘হুকুমের আসামি’ বললেন প্রধানমন্ত্রী
** খালেদার বিরুদ্ধে ৩০টি হত্যা মামলার দাবি
** ফরমালিন নিয়ন্ত্রণে সংসদে বিল
** খালেদাকে নির্বাসনে যেতে বললেন শামীম ওসমান
** খালেদার কার্যালয়ে অভিযানের দাবি বিএনএফ প্রেসিডেন্টের
** ৩৭ লাখ ৩৪ হাজার ৫শ’ প্রবীণ নাগরিক ভাতা পাচ্ছে
** পরীক্ষার দিন প্রশ্নপত্র দেওয়া সম্ভব নয়
** অগ্রাধিকার ভিত্তিতে ফ্ল্যাট পাবেন এমপিরা
** এক বছরে ১৭৬টি সিদ্ধান্ত বাস্তবায়ন
** জনগণের জানমাল রক্ষার দায়িত্ব সরকারের
** অধিবেশন শুরু, চলছে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর
বাংলাদেশ সময়: ২১৩৭ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫