ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় ককটেলে দুই পথচারী আহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৬ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫
বগুড়ায় ককটেলে দুই পথচারী আহত

বগুড়া: বগুড়া শহরের থানা মোড়ে অবরোধকারীদের ছোড়া ককটেল বিস্ফোরণে রোকন (৩৬) ও রাহাত (২৬) নামের দুই পথচারী আহত হয়েছেন। এদের মধ্যে গুরুতর আহত রোকন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি হলেও রাহাতের সন্ধান পাওয়া যায়নি।



বুধবার (২১ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ জান‍ায়, চিকিৎসাধীন গুরুতর আহত রোকন বগুড়া শহরের চকসূত্রাপুর এলাকার জাকির হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা বাংলানিউজকে জানান, সন্ধ্যা ৭টার দিকে পরপর তিনটি ককটেল বিস্ফোরণ ঘটলে থানা মোড় এলাকা প্রকম্পিত হয়ে ওঠে। পরে রোকন ও রাহাত নামের দু’জনকে ঘটনাস্থলে পড়ে থাকতে দেখা যায়। স্থানীয়দের সহযোগিতায় তাদের হাসপাতালে পাঠানো হয়।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার ও মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) শাহ আলম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।      

বাংলাদেশ সময়: ২১৪৭ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।