ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

গাইবান্ধায় যাত্রা-জুয়া মঞ্চে ভাঙচুর, আগুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০০ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫
গাইবান্ধায় যাত্রা-জুয়া মঞ্চে ভাঙচুর, আগুন

গাইবান্ধা: গাইবান্ধা সদরে অশ্লীল যাত্রা ও জুয়ার মঞ্চ ভাঙচুর করে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা।

বুধবার (২১ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে শহরতলীর কদমেরতল এলাকায় এ ঘটনা ঘটে।



খবর পেয়ে গাইবান্ধা থেকে দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে পুলিশ জুয়া ও যাত্রা বন্ধের আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়।

স্থানীয়রা জানায়, সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের কদমেরতল এলাকার ফাঁকা জমিতে প্রায় ২৫দিন ধরে যাত্রার নামে অশ্লীল নাচ ও নানা ধরণের জুয়াখেলা চলছিল।

স্থানীয় স্কুল-কলেজগামী ছাত্র ও যুবকরা সেখানে যাতায়াত করছে। এছাড়া, জুয়ার টাকা সংগ্রহ করতে গিয়ে এলাকায় চুরি-ছিনতাইসহ অপরাধ প্রবণতা বেড়েছে। কিন্তু পুলিশকে জানানোর পরও তারা কোন ব্যবস্থা নেয়নি। তাই এলাকাবাসী ক্ষুদ্ধ হয়ে সন্ধ্যায় আসবাবপত্র ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়।
 
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিউর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫        
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।