মৌলভীবাজার: মৌলভীবাজারের কুলাউড়ায় শামিম মিয়া (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
বুধবার (২১ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে শহরের স্টেডিয়াম এলাকা থেকে তাকে আটক করা হয়।
শামিম মিয়া শ্রীমঙ্গল উপজেলার বিরাইমপুর এলাকার আব্দুর রশিদ মিয়ার ছেলে।
কুলাউড়া থানার উপ-পরিদর্শক (এসআই) ওয়াসিম আল বারী বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় শহরের স্টেডিয়াম এলাকায় অভিযান চালিয়ে ২৯ পিস ইয়াবাসহ শামিমকে আটক করে পুলিশ।
তিনি দীর্ঘদিন ধরে জেলা ও উপজেলার বিভিন্ন এলাকায় মাদক বিক্রি করে আসছিলেন। তার বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানান এসআই।
বাংলাদেশ সময়: ২২১০ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫