ঢাকা: জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে বাসে আগুন দিতে গিয়ে ২ বহিরাগত আটক হয়েছেন।
বুধবার রাত সাড়ে ১০টার দিকে ক্যাম্পাসের ভেতরে বিশ্ববিদ্যালয়ের দাঁড় করিয়ে রাখা বাসে পেট্রোল ঢেলে আগুন দিতে গেলে ছাত্রলীগের কর্মীরা তাদের আটক করেন।
এ সময় তাদের কাছ থেকে এক বোতল পেট্রোল উদ্ধার করা হয়। পরে তাদের গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।
আটক দুই বগিরাগত হলেন, দুই বন্ধু শাহজাহান পাটোয়ারী (২২) ও মো. ফিরোজ মিয়া (২১)। তবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ছাত্রলীগ কর্মী নয়ন সাহা, আশিক খান, সবুজ, মারুফ, সাঈদ, ইমন নন্দী, মিন্টু, রাসেল ও শুভ ক্যাম্পাসে আড্ডারত অবস্থায় পেট্রোলের গন্ধ পেয়ে আশপাশে তল্লাশি শুরু করেন।
এ সময় প্রধানমন্ত্রীর উপহার দেওয়া বিআরটিসির একটি বাসের পাশে অপরিচিত ৫ যুবককে দেখে ধাওয়া দিয়ে ২ জনকে পেট্রোলসহ আটক করেন তারা। পরে তাদের গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।
কোতোয়ালি থানার ডিউটি অফিসার দেবব্রত বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তাদের জিজ্ঞাসাবাদ চলছে।
বাংলাদেশ সময়: ২২৪৭ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫/আপডেট: ০২০২ ঘণ্টা, ২২ জানুয়ারি