দিনাজপুর: দিনাজপুরের কাহারোল উপজেলায় ভাতগাঁও ব্রিজ সংলগ্ন এলাকায় পেট্রোল বোমা ছুড়ে একটি মালবাহী ট্রাকে আগুন লাগিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এতে চালকসহ ট্রাকে থাকা ৩ জন দগ্ধ হয়।
বুধবার (২১ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কের এ ঘটনা ঘটে।
আহতদের দিনাজপুর মেডিকেল কলেজ (দিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানান, দিনাজপুর-পঞ্চগড় সড়কের কাহারোল উপজেলার ভাতগাঁও ব্রিজ এলাকায় কাঁচবাহী একটি ট্রাক যাওয়ার সময় দুর্বৃত্তরা পেট্রোল বোমা ছুড়ে মারে। এতে মুহূর্তেই ট্রাকের বিভিন্ন স্থানে আগুন ছড়িয়ে পড়ে। আগুনে
চালক ও আরো ২ জন দগ্ধ হয়।
পরে সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিভিয়ে ফেলে।
কাহারোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পৃথ্বিশ কুমার সরকার বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।
** ঘোড়াঘাটে ট্রাকে আগুন, আহত ২
বাংলাদেশ সময়: ২৩৪৮ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫