ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

রূপগঞ্জে ককটেল বিস্ফোরণ, আটক ১

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০০ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫
রূপগঞ্জে ককটেল বিস্ফোরণ, আটক ১ ছবি: প্রতীকী

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় খোরশেদ আলম (৩৫) নামে একজনকে আটক করেছে পুলিশ।



বুধবার (২১ জানুয়ারি) রাত সোয়া ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার মাহনা এলাকায় এ ঘটনা ঘটে।

আটক খোরশেদ আলম ওই এলাকার তোরাব আলীর ছেলে। তিনি যুবদল কর্মী বলে জানা গেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত সোয়া ১১টার দিকে একটি মোটরসাইকেলে ৩ যুবক এসে মাহনা এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়।   এতে আশপাশের এলাকায় চরম আতঙ্কের সৃষ্টি হয়।

একপর্যায়ে পুলিশ তাদের ধাওয়া করে খোরশেদ আলম নামে ওই যুবককে আটক করেন।

ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও উপপরিদর্শক (এসআই) রবিউল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আটক খোরশেদ আলমকে রূপগঞ্জ থানা হাজতে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার সকালে তাকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।