বেনাপোল (যশোর): বেনাপোল পোর্ট থানার পুটখালী সীমান্ত পথে ভারতে যাওয়ার সময় একটি সাপুড়িয়া গোত্রের ১৭ বাংলাদেশি নারী-পুরুষ ও শিশুকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
বুধবার (২১ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় বিজিবি তাদের আটক করে।
আটকরা হলেন, নাটোরের সদর সিংড়া থানার ওহাব আলী ছেলে সাপুড়িয়া সোলায়মান (৪৫), শাহাদৎ হোসেনের ছেলে হাজী খান (২৫), হারুনার রশিদের স্ত্রী জেসমিন (২২), আকলাসের স্ত্রী আজিমা বিবি (৪৫), সামসুল ইসলামের স্ত্রী লাজেরা বিবি (৪২), রহেন আলীর স্ত্রী নূর জাহান (৪১), নিজামের স্ত্রী জাহেলা (২৫), মোবায়ের হোসেনের স্ত্রী শাহেরা বিবি (২৩), শিশু হাবিবা (০৭), জাহিদা (০২), আরবি (০৮), মনিতা (০৯), রেহেনা (১৩), আলিরাজ (১৪), আলী খান (০৭) ও ফতেমা (০৭)।
আটকরা জানায়, এদেশে তাদের অবস্থা এখন খুব নাজুক হওয়ায় দালালের মাধ্যমে তারা দেশ ছেড়ে কাজের উদ্দেশে ভারতে যাচ্ছিলেন।
পুটখালী বিজিবি ক্যাম্পের সুবেদার আব্দুল হক বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তবর্তী পুটখালী গ্রাম থেকে তাদের আটক করে পুলিশে সোপর্দ করা হয়।
বেনাপোল পোর্ট থানার উপরিদর্শক (এসআই) মতিয়ার রহমান জানান, বৃহস্পতিবার দুপুরে তাদের যশোর আদালতে পাঠানো হবে।
বাংলাদেশ সময়: ০০১৯ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫