কক্সবাজার: গভীর বঙ্গোপসাগরে একটি মাছ ধরা ট্রলারের ধাক্কায় অপর একটি বিহিঙ্গি জালের মাছ ধরা ট্রলার ডুবে গেছে।
এতে ঘটনায় ৬ জেলেকে উদ্ধার হলেও নিখোঁজ রয়েছেন ৪ মাঝি-মাল্লা।
উদ্ধার হওয়া কামাল হোসেন বুধবার (২১ জানুয়ারি) রাত ১১টার দিকে কক্সবাজার ফিরে বিষয়টি জানান।
তিনি জানান, বুধবার ভোরে সাগরের জাল ছিড়ার ধার এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজরা হলেন, কক্সবাজারের মহেশখালী উপজেলার ছৈয়দ আহমদের ছেলে ট্রলার মালিক নাজেম উদ্দিন ও তার ভাই আব্বাস উদ্দিন, একই এলাকার মৌলানা আব্দুস সালামের ছেলে আব্দুর রহমান প্রকাশ গুরাইয়া ও আব্দুল মজিদের ছেলে ইউনুফ জালাল।
ট্রলার মালিকের ভাই শাহাবুদ্দিন বাংলানিউজকে জানান, ট্রলারের ধাক্কায় তার ভাইয়ের ট্রলারটি ডুবে গেছে। বিষয়টি কোস্টগার্ডকে জানানো হয়েছে।
মহেশখালীর কোস্টগার্ড কন্টিনেটর কমান্ডার মেকানিকেল ইঞ্জিনিয়ার এমতিয়াজ বাংলানিউজকে জানান, বুধবার রাত ১২টার দিকে তিনি বিষয়টি শুনেছেন। উদ্ধার অভিযানের জন্য কোস্টগার্ডের একটি টিম রওয়ানা দিচ্ছে।
কক্সবাজার কোস্টগার্ড কন্টিনেটর কমান্ডার সিনিয়র চিফ পেটি অফিসার ইমাম হোসেন জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানোর পর উদ্ধার অভিযানে বের হবে কোস্টগার্ড।
বাংলাদেশ সময়: ০০৫০ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫