ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

নোয়াখালীতে কুরিয়ার সার্ভিসের গাড়িতে পেট্রোল বোমা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৮ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫
নোয়াখালীতে কুরিয়ার সার্ভিসের গাড়িতে পেট্রোল বোমা

নোয়াখালী: নোয়াখালী শহরের মাইজদীতে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের পার্সেল বহনকারী একটি কাভার্ডভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দূর্বৃত্তরা।

এতে কাভার্ডভ্যানের সামনের কিছু অংশ পুড়ে যায়।

পরে স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আগুন নিভিয়ে ফেলে।

বুধবার (২১ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে মাইজদীর প্রধান সড়কে এ ঘটনা ঘটে।

পুলিশ ও কাভার্ডভ্যানের চালক জানায়, বুধবার রাত সাড়ে ১০টার দিকে মাইজদীর প্রধান সড়কে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার জন্য গাড়িটি অবস্থান করছিল।

এ সময় একটি মোটরসাইকেলে করে ৩ মুখোশধারী যুবক এসে গাড়িটি কোথায় যাবে তা জানতে চায়। একপর্যায়ে তারা হঠাৎ করে ঢিল ছুড়লে কাভার্ডভ্যানের সামনের কাঁচ ভেঙে যায়।

তারা কাভার্ডভ্যান লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করেই পালিয়ে যায়। এতে গাড়ির সামনের কিছু অংশ পুড়ে যায়। স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) ইলিয়াছ শরীফ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, পেট্রোল বোমা নিক্ষেপকারী দুর্বৃত্তদের ধরতে পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে।

বাংলাদেশ সময়: ০১৪৭ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।