ঢাকা: রাজধানীর বঙ্গবাজার এলাকায় গত ১৫ জানুয়ারি মুখে ককটেলের আঘাতে আহত কবি নজরুল কলেজের ছাত্র তানজীদ হোসেন অভির (১৯) মৃত্যু হয়েছে।
বুধবার (২১ জানুয়ারি) রাত ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ১০৩নং ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
অভি ধোলাইখাল কলতাবাজারের রোকনপুর এলাকার ডিম বিক্রেতা দেলোয়ার হোসেনের ছেলে ও কবি নজরুল কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন।
ঢামেকে অভির মৃতদেহের পাশে থাকা তার খালু মো. বাবুল বাংলানিউজকে এ তথ্য জানান।
এর আগে ১৫ জানুয়ারি বঙ্গবাজারে অ্যানেক্সকো ভবনের সামনে দুর্বৃত্তদের ছোড়া ককটেল তার মুখে আঘাত হানে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢামেকে ভর্তি করা হয়।
বাংলাদেশ সময়: ০১৫৬ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫