যশোর: যশোরে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
বুধবার (২১ জানুয়ারি) রাত ১০টার দিকে যশোর শহরের চাঁচড়া রায়পাড়া মাদ্রাসা রোড এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা মাদক ব্যবসায়ীরা হলেন, যশোর শহরের চাঁচড়া রায়পাড়া এলাকার মৃত সেকেন্দার আলী শেখের ছেলে রানা শেখ (২৬) ও নড়াইলের লোহাগড়া উপজেলার লাইরিয়া গ্রামের ইউসুফ মোল্লার ছেলে রাসেল মোল্লা (২৭)।
চাঁচড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) জামাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে চাঁচড়া রায়পাড়া মাদ্রাসা রোড এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের দেহ তল্লাশি করলে রানার কাছ থেকে ১০০ পিস এবং রাসেলের কাছ থেকে ৫০ পিস ইয়াবা পাওয়া যায়।
দুই মাদক ব্যবসায়ীকে বৃহস্পতিবার মামলা দিয়ে আদালতে পাঠানো হবে বলে তিনি জানান।
বাংলাদেশ সময়: ০২৩১ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫