ঢাকা: রাজধানীর মিরপুরের পূরবী সিনেমা হলের সামনে বাসের ধাক্কায় নার্গিস আক্তার (১৯) নামে এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সহকর্মী তাসলিমা জানান, পল্লবীর কালশী থেকে পায়ে হেঁটে সকালে অফিস যাচ্ছিলাম। এ সময় পেছন থেকে একটি বাস ধাক্কা দিলে তাসলিমা গুরুতর আহত হয়। দ্রুত তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ০৯১৪ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫