মাদারীপুর: মাদারীপুরের শিবচর উপজেলার ভদ্রাসন এলাকায় জাহাঙ্গীর বেপারী (৩৫) নামে এক যুবককে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে একদল ডাকাত।
বুধবার (২২ জানুয়ারি) দিবাগত রাত ২টার দিকে উপজেলার ভদ্রাসন স্কুল সংলগ্ন সাহা বাড়িতে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় জড়িত সন্দেহে শহিদ (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাত ২টার দিকে মাদারীপুরের শিবচর উপজেলার ভদ্রাসন স্কুল সংলগ্ন সাহা বাড়িতে ৩০/৪০ জনের একটি ডাকাত দল হানা দেয়। এসময় ওই বাড়ির লোকজন চিৎকার শুরু করলে পাশের বাড়ির জাহাঙ্গীর বেপারী এগিয়ে এসে এক ডাকাতকে জাপটে ধরে। এসময় ডাকাতরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। পরে মৃত্যু নিশ্চিত করতে গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই জাহাঙ্গীরের মৃত্যু হয়।
এর আগে ওই ডাকাতদল ভদ্রাসন পুলিশ ফাঁড়ির ১শ’ গজ দূরে দিলীপ সেনের বাড়িতে ডাকাতি করে বলে জানা গেছে। ঘটনার পর থেকে এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।
খবর পেয়ে পুলিশ সকালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. সাত্তার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ একজনকে আটক করেছে। এ ব্যাপারে পুলিশ তদন্ত শুরু করেছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ০৯৩০ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫