ঢাকা: বাংলাদেশ নৌ বাহিনীর প্রধান ভাইস অ্যাডমিরাল এম ফরিদ হাবিবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে সফররত তুরস্ক কোস্ট গার্ডের কমাড্যান্ট রিয়ার অ্যাডমিরাল হাকান উসতেম।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে বনানী নৌ বাহিনী সদর দফতরে এ সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে প্রতিনিধি দলের প্রধান নৌ প্রধানের সঙ্গে কিছু সময় অতিবাহিত করেন এবং পারস্পারিক কুশল বিনিময়সহ পেশাগত ও প্রশিক্ষণ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে মত বিনিময় করেন। এ সময় তার সফরসঙ্গী হিসেবে আগত তিন সদস্যের প্রতিনিধি ও নৌ সদরের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে তুরস্ক কোস্ট গার্ডের কমান্ড্যান্ট নৌ সদরে এসে পৌছালে নৌ অপারেশন্স পরিদফতরের পরিচালক কমডোর সৈয়দ মকছুমুল হাকিম তাকে স্বাগত জানান।
সরকারি সফরে প্রতিনিধি দলটি গত ১৯ জানুয়ারি বাংলাদেশ আসেন। সফরের অংশ হিসেবে প্রতিনিধি দলটি বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক, চট্টগ্রাম অঞ্চলের কমান্ডার এবং কোস্ট গার্ড চট্টগ্রামের পূর্বাঞ্চলীয় জোনাল কমান্ডারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং বাংলাদেশ নেভাল একাডেমি পরিদর্শন করেন। ২৩ জানুয়ারি কোস্টগার্ড প্রতিনিধি দলটির ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।
বাংলাদেশ সময়: ১০১৫ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫