লালমনিরহাট: বাল্যবিয়ের দায়ে লালমনিরহাটের আদিতমারী উপজেলায় বরসহ দু’জনের জেল ও জরিমানার আদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২১ জানুয়ারি) দিবাগত গভীররাতে বাল্যবিয়ের অনুষ্ঠানে উপস্থিত হয়ে আদালতের বিচারক আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহুরুল ইসলাম এ আদেশ দেন।
সাজাপ্রাপ্তরা হলেন, লালমনিরহাটের আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়নের খারুভাঁজ গ্রামের ওহাব আলীর ছেলে বর লাইজু মিয়া (২৪) ও কনের নানা একই উপজেলার মহিষখোচা ইউনিয়নের বারঘড়িয়া কাজীবাড়ি এলাকার জসিম উদ্দিন (৬৫)।
আদিতমারী থানার উপ-পরিদর্শক(এসআই) মিন্টু চন্দ্র বাংলানিউজকে জানান, আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়নের বারঘড়িয়া কাজীবাড়ি এলাকার জোবেদ আলীর মেয়ে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী মাজেদা খাতুনের (১২) সঙ্গে বিয়ে ঠিক হয় একই উপজেলার সারপুকুর ইউনিয়নের খারুভাঁজ গ্রামের ওহাব আলীর ছেলে নজু মিয়ার।
বাল্যবিয়ে হচ্ছে এমন খবর পেয়ে বুধবার দিবাগত রাতে আদিতমারী ইউএনও জহুরুল ইসলাম পুলিশ নিয়ে বিয়ে বাড়িতে অভিযান চালান।
এ সময় বাল্যবিয়ের দায়ে বর নজু মিয়া ও কনের নানা জসিম উদ্দিনকে আটক করা হয়।
পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বাল্যবিয়ে নিরোধ আইনের ৪ ও ৫ ধারায় বর নজু মিয়াকে এক মাসের সশ্রম কারাদণ্ড ও কনের নানা জসিম উদ্দিনকে এক হাজার টাকা জরিমানা করেন আদালতের বিচারক ইউএনও জহুরুল ইসলাম।
বাংলাদেশ সময়: ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫