আশুলিয়া (ঢাকা): সাভারে যাত্রীবাহী হিউম্যান হলার উল্টে কমপক্ষে ২৫ জন যাত্রী আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের বিআরটিসি বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, এদিন সাভার বাজার বাসস্ট্যান্ড থেকে আব্দুল্লাহপুর যাওয়ার পথে একটি হিউম্যান হলার প্রাইভেট কারকে ওভারটেক করতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এসময় হলারটি মহাসড়কের আইল্যান্ডের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে হলারের কমপক্ষে ২৫ জন যাত্রী আহত হন।
পরে সাভার ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে সাভারের বিভিন্ন হাসপাতালে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা দেন। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে সাভার মডেল থানা পুলিশ।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোতালেব মিয়া বাংলানিউজকে এ বিষয়ে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ১১২১ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫