ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

ভারতীয় ভিসা আবেদন সরাসরি নেওয়া হবে

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৪ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫
ভারতীয় ভিসা আবেদন সরাসরি নেওয়া হবে ছবি : প্রতীকী

ঢাকা: ভারতীয় ভিসার জন্য অনলাইনে ফরম পূরণের পর জমা দিতে নির্ধারিত তারিখের জন্য আর অপেক্ষা করতে হবেনা, সরাসরি যেকোনো সেন্টারে গিয়ে তা জমা দেওয়া যাবে। আগামী ১ ফেব্রুয়ারি থেকে শুধু পর্যটক ভিসা ছাড়া অন্য সব ধরনের ভিসার আবেদন সরাসরি গ্রহণ করা হবে।



বৃহস্পতিবার ‘ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার’ (আইভিএসি)  বিষয়টি জানিয়েছে।

অনলাইনে ফরম পূরণ করে তা জমা দেওয়ার তারিখ পাওয়া নিয়ে বিড়ম্বনার অভিযোগ করায় প্রক্রিয়া সহজ করতেই ভারতীয় হাই কমিশন এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।

এর আগে অনলাইনে ফরম পূরণ করে পাওয়া নির্ধারিত তারিখেই সেন্টারে গিয়ে তা জমা দিতে হতো। তবে গত ১ জানুয়ারি থেকে ঢাকায় শুধু চিকিৎসা ভিসার জন্য সরাসরি আবেদন নেওযা হচ্ছিল।

আর চট্টগ্রাম ও রাজশাহীর ভারতীয় ভিসা আবেদনের সেন্টারে কয়েক মাস আগেই সব ধরনের ভিসার আবেদন সরাসরি নেওয়া হচ্ছিল। ফেব্রুয়ারি থেকে ঢাকার গুলশান, মতিঝিল, ধানমণ্ডি এবং খুলনার সেন্টারেও সরাসরি ভিসা আবেদন করা যাবে।

বাংলাদেশ সময়: ১১৫৭ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।